সিপিবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যালীসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।

০৬ মার্চ শনিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে জেলা পার্টি অফিস কার্যালয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে আলোচনা সভায় কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রসিডিয়াম সদস্য ও জেলা পার্টির সভাপতি মিহির ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী প্রমুখ।

বক্তারা বলেন এদেশের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট রচনায় সিপিবির রয়েছে গৌরবাজ্জ্বল ভূমিকা।

অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবেশন করেন বাংলাদশ উদীচী শিল্পীগাষ্ঠীর শিল্পী রনজিৎ সরকার, আহামেদুল ইসলাম সঞ্জু, লিটন সরকার। কবিতা আবৃত্তি করেন উদীচী জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও বাচিক শিল্পী দেবাশীষ দাশ দেবু ও উদীচী জলা সংসদের সহসাধারণ সম্পাদক শিরিন আকতার।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক ও সিপিবি জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মাহমুদুল গনি রিজন।

মার্চ ৬, ২০২১ at১৮:৩৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসকেবি/এমএসএইস