শিবগঞ্জে ফ্রেন্ডলি কম্পিউটার ট্রেনিং সেন্টারের যাত্রা শুরু

দক্ষ জনশক্তি তৈরী ও বেকারত্ব দূরীকরণের মহান ব্রত নিয়ে শিবগঞ্জে ফ্রেন্ডলি কম্পিউটার ট্রেনিং সেন্টারের যাত্রা শুরু হয়েছে। ৫ মার্চ শুক্রবার বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার সোনালী ব্যাংক এরিয়াতে এ কম্পিউটার ট্রেনিং সেন্টারের যাত্রা শুরু উপলক্ষে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এর উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফ্রেন্ডলি কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন ঘোষণা করেন শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজের আইসিটি প্রভাষক সানোয়ার হোসেন, ফ্রেন্ডলি কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক ও আইসিটি ট্রেইনার আল আমিন, শিবগঞ্জ কৃষকলীগের সভাপতি লুৎফর রহমান, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিন্টু, কৃষকলীগ নেতা সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, পলাশ, ফ্রেন্ডলি কম্পিউটার ট্রেনিং সেন্টারের সহযোগী পরিচালক অনাবিল, তানভির, রাকিবুল, হানজালা, মাহিদ, সবুজ প্রমূখ।

প্রসঙ্গত এ কম্পিউটার ট্রেনিং সেন্টারে এমএস অফিস ডকুমেন্ট, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, প্রেজেন্টেশন, ইউটিউব মার্কেটিং, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন অনলাইন মার্কেটিং বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এলাকার বেকার যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রুপান্তর করে ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে তৈরী করা হবে।

মার্চ ০৫, ২০২১ at১৯:২২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরআইআর/এমআরএইস