অতিরিক্ত মূল্যে শাড়ি বিক্রয় ও বাসি খাবার রাখার দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অতিরিক্ত মূল্যে জামদানী শাড়ি বিক্রয়ের অপরাধে ১টি জামদানী শাড়ির দোকান ও বাশি খাবার বিক্রয়ের অপরাধে ২টি হোটেলকে সত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে।

০৪ মার্চ বৃহষ্পতিবার দুপুরে উপজেলার লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যাদুঘর এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা শাখা অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে জামদানী হাউজকে ক্রয় ভাউচার সংরক্ষণ না করে অতিরিক্ত মূল্যে জামদানী শাড়ি বিক্রয় এবং ন্যায্যমূল্যের তালিকা না রেখে ন্যায্যমূল্যে জামদানী শাড়ি বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ২০,০০০/-( বিশ হাজার) টাকা এবং বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে কাঁচা ও বাশি খাবার এক সাথে রাখার অপরাধে কেয়া পাতা রেস্টুরেন্টকে ৪৩ ধারায় ২৫,০০০/-( পঁচিশ হাজার) টাকা ও ঈশাঁ খা রেস্টুরেন্টকে ৪৩ ধারায় ২৫,০০০/-( পঁচিশ হাজার) টাকা মোট ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

এসময় অভিযানে ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

মার্চ ৪, ২০২১ at১৮:৫৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর/এমএসএইস