দিনাজপুরে ৪র্থ এটিএন বাংলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনাজপুরে ৪র্থ এটিএন বাংলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারী শুক্রবার দিনাজপুর স্টেডিয়ামে এটিএন বাংলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

এটিএন বাংলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক জহির শাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, কমিটির সদস্য সচিব গোলাম নবী দুলাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন, শামীম কবীর, কমিটির সদস্য মাহমুদুন্নবী পলাশ, মাসুদ রানা, ফিরোজ বাবু, আহসানুজ্জামান চঞ্চল প্রমুখ।

উদ্বোধনী খেলায় জয়পুরহাট জেলা ও নীলফামারি জেলা দল অংশ নেয়। শুরু থেকেই দুই দল আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে। প্রথমার্ধে জয়পুরহাট বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। দ্বিতীয়ার্ধে আক্রমণভাগের খেলোয়াড়রা গোল করতে মুহু মুহু আক্রমণ চালায়। জয়পুরহাটের সৈকত দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে একমাত্র গোল করে দলের বিজয় ছিনিয়ে নিয়ে আসছে।

এটিএন বাংলার আয়োজনে এটিএন বাংলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির পরিচালনায় রংপুর বিভাগের ৮টি জেলা এ টুর্নামেন্টে অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল জাঁকজমকপূর্ণ। মাঠে মুক্তিযুদ্ধের উপর বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা মনোরম ডিসপ্লে প্রদর্শন করে। শনিবার কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা দল মুখোমুখি হবে।

ফেব্রুয়ারি ২৬, ২০২১ at২০:২৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএএইস/এমআরএইস