কাজিপুরে গান্ধাইল ইউপি নির্বাচনে বিপু নৌকার কান্ডারী হতে চায়

কাজিপুরের ৩ নং গান্ধাইল ইউনিয়নে আগামী নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে তৎপর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড দুবলাই গ্ৰামের বাসিন্দা শফিকুল ইসলাম (বিপু)।

সম্ভ্রান্ত মুসলিম ও রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সুপরিচিত মুখ। মিষ্টভাষী, সদালাপী বিপু দলীয় মনোনয়নের প্রত্যাশায় রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন।দাবিয়ে বেড়াচ্ছেন, শুভেচ্ছা বিনিময় করছেন অত্র ইউনিয়নের জনগণের সাথে। ইতিমধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে।

তিনি বলেন, জন্মসূত্রেই আ.লীগ রাজনীতির বলয়ে বেড়ে ওঠা। বাবা ছিলেন জাতীয় সঞ্চয় ব্যুরোর উচ্চ পদস্থ কর্মকর্তা। অবসর পরবর্তীতে সিরাজগঞ্জ জেলা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত থেকে যথেষ্ট সুনাম অর্জন করেন। বাংলাদেশ আওয়ামী লীগ কাজিপুর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।

আমার দুই জমজ ভাই রতন তপন ছাত্রলীগের দুঃসময়ের পরিক্ষীত ত্যাগী ছাত্রনেতা ছিল।৯০ দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে অগ্ৰনী ভূমিকা পালন করে। আশাকরি, দলের হাইকমান্ড আমার রাজনৈতিক ব্যাকগ্ৰাউন্ড বিবেচনা করে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক আমাকে উপহার দিয়ে গান্ধাইল ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ দিবে।

এছাড়াও শফিকুল ইসলাম বিপু সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে জনসাধারণের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছেন। তিনি দুবলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি,সিংড়াবাড়ী চর সিংড়াবাড়ী দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, সাবেক সদস্য বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি, আল- আমিন তালুকদার সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক, জাতীয় গোয়েন্দা সংস্থা কর্তৃক নিরাপত্তা সনদপত্র সাপেক্ষে অনুমোদিত রাফিদ কল্যাণ ট্রাস্টের সম্মানিত উপদেষ্টা।

ফেব্রুয়ারি ২৫, ২০২১ at১৮:৫৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এএসি/এমআরএইস