মহিলাদের ক্যান্সার সনাক্তকরণের জন্য ভায়া ক্যাম্পের উদ্বোধন

গতকাল বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে ৩০ বছরের বেশি বয়সের বিবাহিত মহিলাদের জন্য জরায়ুমুখের ক্যান্সার সনাক্তকরণ পরীক্ষা কার্যক্রমের জন্য ভায়া ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা: তারক নাথ কুন্ডু।

এসময় উপস্থিত ছিলেন আর.এম.ও ডা: দেলোওয়ার হোসেন নয়ন, ডা: রাবেয়া খাতুন, ডা: নুসরাত জাহান সিদ্দীকী, ডা: এমএএইচ শামীম, ডা: শাহরিয়ার তমাল, ডা: জাহিদুল ইসলাম, ডা: খাদিজাতুল কোবরা সম্পা, ডা: শরীফ সুলতান মাহবুব, ডা: শারমিন, ডা: মজিবুল হক, ডা: শারমিন মারিয়া, সেবিকা মাজেদ, পলিখাতুন, তারাবানু, নাসরিন প্রমুখ।

এব্যাপারে ডা: তারক নাথ কুন্ডু বলেন, চিকিৎসা সেবা উন্নত করার লক্ষ্যে সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলাদের জন্য বিনামূল্যে জরায়ূমুখের ক্যান্সার সনাক্তকরণ পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ব্যবস্থা করেছেন। এ কার্যক্রম ছুটির দিন ব্যতীত সার্বক্ষণিক ভাবে সেবা প্রদান করা হবে। শুধু মাত্র ভোটার আইডি কার্ড সঙ্গে আনতে হবে।

ফেব্রুয়ারি ২৪, ২০২১ at২১:১৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/এসএম/এমএসএইস