আবু তালেবের মৃত্যুতে কাজী নাবিল ও মিলনের শোক

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তালেব মৃত্যুবরণ করেছেন। (ইন্ন—রজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬ টায় শহরের বেজপাড়াস্থ বাসভবনে হৃদযন্ত্র ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন বলে জানান তাঁর ভাতিজা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু।

তিনি জানান, তার চাচা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসকদের পরামর্শে চলাফেরা করতেন। বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, এক ছেলে সন্তানসহ অসংখ্যক গুণাগ্রহী রেখে গেছেন। ছেলে পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জোহর বাদ নামাজে জানাযা শেষে গার্ড অনার দিয়ে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেয়া হয়। তারপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার জানাযায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপদি দাউদ হোসেন দফাদার, সাবেক সহ-সভাপতি আবুল হোসেন, সাবেক যুগ্ম-সম্পাদক আয়ুব হোসেন, চুড়ামনকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না, হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আওয়ামী লীগনেতা ওয়াহিদুজ্জামান বাবলু, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নুসহ বিভিন্ন রাজিৈনতক ও সামাজিক ব্যক্তিবর্গ।

আবু তালেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনিরসহ রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ।

ফেব্রুয়ারি ২৪, ২০২১ at২১:১৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআরএ/এমআরএইস