যশোর রেলওয়েতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

যশোর রেলওয়ে স্টেশনের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সংযোগ সম্প্রসারণ ও শিপইয়ার্ড নির্মাণের জন্য রেলগেট দক্ষিণাংশের দুই পাশে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার সকাল দশটা থেকে শুরু হওয়া অভিযানে বাড়িঘর গুড়িয়ে দেয়া হয়েছে। অবৈধ এই বাড়িঘর উচ্ছেদে এর আগে একাধিকবার নোটিশ দেয়া হলেও কর্ণপাত করেননি দখলদাররা।

রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান বলেছেন, একাধিকবার নোটিশ দেয়ার পর মঙ্গলবার অভিযান শুরু হয়। রেললাইনের দুই পাশের অবৈধ স্থাপনা এবং বস্তি একে একে উচ্ছেদ করা হবে।

ফেব্রুয়ারি ২৩, ২০২১ at১৭:২৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএ/এমআরএইস