যশোর এম এম কলেজে শিক্ষকদের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে নিয়ে যশোর সরকারি এম এম কলেজে তিন দিনব্যাপী শিক্ষকদের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

গতকাল সোমবার কলেজ ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর দেলোয়ার হোসেন মোল্লা।

অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর মিজানুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক পরিষদের ক্রীড়া সম্পাদক শাহ্জাহান কবীরের সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ-উদ-দৌলা, এম এম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এম হাসান সরোওয়ার্দী, সরকারি সিটি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. আবু তোরাব মোহাম্মদ হাসান, এম এম কলেজের রসায়ন বিভাগের প্রধান প্রফেসর আব্দুল আলীম, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর তাজুল ইসলাম, শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ নাহিদ নেওয়াজ ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক হামিদুল হক। এ সময় কলেজের ১৯ বিভাগের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে দ্বৈত ক্যারাম ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফেব্রুয়ারি ২২, ২০২১ at২১:৪৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/ডিপি/এমএসএইস