মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নরসিংদীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

নরসিংদীর মনোহরদীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মনোহরদীর বালিপুরা গ্রামে মনোহরদীর সামাজিক সংগঠন ‘এসো বাঁচতে শিখি’ আয়োজন করে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।

অর্ধবেলা এ ক্যাম্পেইন এর মাধ্যমে ২৭০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সকাল ১০ টা থেকে শুরু হয়ে ক্যাম্পেইন চলে দুপুর ৩ টা পর্যন্ত।

বিনামূলে রক্তের গ্রুপ জানতে আসা এলাকাবাসীর চোখেমুখে আনন্দের ছাপ লক্ষ্য করা যায়।

গ্রামবাসী জানায় বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় করায় উপস্থিতি বেশি হয়েছে, এতে করে এখন তাদের কারো রক্তের প্রয়োজন হলে সহজে খুঁজে পেতে সাহায্য করবে। ক্যাম্পেইনটি পরিচালনা করেন টিপু, সজীব,অমি,সোহাগ,নাছরিন,তানিয়া,জামির,সায়েম সহ সংগঠনের ৩০ জন সিনিয়র ও অবিজ্ঞ সদস্য উপস্থিত ছিলেন। এসময় সমাজের অনেকেই মানবতার কাজে নিয়োজিত থাকায় “এসো বাঁচতে শিখি” সংগঠনকে ধন্যবাদ জানান এবং এরকম স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহ দেন।

ফেব্রুয়ারি ২২, ২০২১ at২১:৪৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এনপি/এমএসএইস