গাবতলীতে শিক্ষক হামলাকারী গ্রেফতাদের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

বগুড়ার গাবতলীতে চাঁদাবাজ সন্ত্রাসী কর্তৃক শিক্ষক ছুকিাঘাত ঘটনায় শিক্ষক সমাজ ফুসে উঠেছে। অপরাধীকে ধরতে মানববন্ধন থেকে প্রশাসনকে ৭২ ঘন্টা সময় বেধে দিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসুচি ঘোষনা করার হুশিয়ারি দেয়া হয়েছে। চলতি ফেব্রুয়ারী মাসের ১৫ তারিখ দুপুর ১২ টায় প্রাইভিট পড়িয়ে বাড়ি ফেরার পথে দুর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের খন্ড কালিন ইংরেজি শিক্ষক মোঃ আহসান হাবিবকে এলাকা চিহিৃত সন্ত্রাসী আল-আমিন চাঁদার দাবিতে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

এঘটনায় মামলা হওয়ার ৮ দিন পেরিয়ে গেলেও অজ্ঞাত কারনে মুল আসামী আল আমিন গ্রেফতার হয়নি। শিক্ষক আহসান হাবিবকে ছুরিকাঘাতকারী আল আমিন ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে ২২ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় গাবতলী তিন মাথা এলাকায় উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির ব্যনাবে কয়েকশত শিক্ষক মানববন্ধন কর্মসুচি পালন করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সবুর পিন্টুর সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম ভুলন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল গফুর বিপ্লব, আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কে এম পন্না মিয়া, প্রধান শিক্ষক এমদাদুল হক, রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান মজনু, সৈয়দজ্জামান রঞ্জু, রেজাউল হক, আমিনুল ইসলাম, সুজাউদ্দৌলা সুজাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক বৃন্দ। শেষে মৌন মিছিল নিয়ে শিক্ষকগন উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্বারকলিপি প্রদান করেন।

ফেব্রুয়ারি ২২, ২০২১ at১৯:৫৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এআই/এমআরএইস