ঝিকরগাছায় প্রায় ৩শ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

যশোরের ঝিকরগাছা উপজেলার ২০২০ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় তিনশ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আশরাফ ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে নওয়ালী নবারুণ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব গোলাম মহিউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ প্রফেসর মাধবচন্দ্র রুদ্র।

প্রধান আলোচক ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাহিত্যিক হোসেন উদ্দীন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউএনও’র প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) ডা. নাজিব হাসান, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সামছুর রহমান, যশোর সরকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. আমানউল্লাহ, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, গদখালী ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম, শিক্ষা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা বিশ্বাস ওয়াহিদুজ্জামান, আশরাফ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আশরাফুল ইসলাম স্বপন, শিক্ষার্থী আসাদ হুসাইন, লুপসা পারভীন রুকাইয়া, নুসরাত সাদিয়া আফরীন, মিথিলা ফারজানা ঐশী, রাব্বি হাসান অন্তর প্রমূখ।

অনুষ্ঠানে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২০ ও এইচএসসির ৭২ জন কৃতি শিক্ষার্থীকেসংবর্ধনা প্রদান করা হয়েছে।

ফেব্রুয়ারি ২২, ২০২১ at১৭:৫৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএ/এমএসএইস