শ্রীপুরে বিশ্ব চিন্তা দিবস পালিত

Lets Stand Tugetar for peace –এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে বিশ্ব চিন্তা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ২২ফেব্রুয়ারী সোমবার বেলা সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গার্ল গাইডস এ্যাসোসিয়েশনের শ্রীপুর উপজেলা শাখার কমিশনার মোছাঃ মর্জিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, শ্রীপুর মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান।

বাংলাদেশ গার্ল গাইডস এ্যাসোসিয়েশনের শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে ও শ্রীপুর উপজেলা প্রশাসনের সহযোগিতা এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সমাজ কর্মী মোঃ সাইফুল্লাহ বাংলাদেশ গার্ল গাইডস এ্যাসোসিয়েশনের সহকারি কমিশনার মোছাঃ পাপিয়া আক্তার, সদস্য লুৎফুন্নাহার লুনা,সদস্য মোছাঃ ফিরোজা জেসমিন,সদস্য অসিমা রানী,সদস্য বিজলী রানী,সদস্য রেবা পারভীনসহ অন্যরা। অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফেব্রুয়ারি ২২, ২০২১ at১৬:২৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএম/এমএসএইস