ইরানের বানানো টিকা ৯০ শতাংশ কার্যকরী বলে দাবি করেছেন দেশটির কর্মকর্তারা

করোনা প্রতিরোধে ইরানের বানানো টিকা ৯০ শতাংশ কার্যকরী বলে দাবি করেছেন দেশটির কর্মকর্তারা। মানবদেহে ট্রায়ালের প্রথম পর্যায়ে যারা অংশ নিয়েছেন তাদের ওপর এই টিকা আশাতীত সাফল্য দেখিয়েছে। খবর আল জাজিরার।

ইরানের বানানো টিকা ‘কোভিরান বারেকাত’-এর ক্লিনিক্যাল ট্রায়ালের প্রধান মোহাম্মদ রেজা সালেহি জানান, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম। তবে আরও নিখুঁত ফলাফল পেতে আরও বেশি পরীক্ষা চালানো দরকার।

গত ডিসেম্বরে মোট ৫৬ জন স্বেচ্ছাসেবী কোভিরান বারেকাত টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। এ মাসের শুরুতে দ্বিতীয় ডোজও দেওয়া হয় তাদের। টিকাটির দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে চলতি বছরের মার্চে, শেষ হবে মে মাসে।

ক্লিনিক্যাল ট্রায়ালের প্রধান মোহাম্মদ রেজা সালেহি বলেন, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ফলাফল এক সঙ্গে করা হবে এবং এর প্রাথমিক প্রতিবেদন খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে জমা দেওয়া হবে।

এর আগে ইরানি কর্মকর্তারা দাবি করেছিলেন, যুক্তরাজ্য থেকে সংক্রমিত করোনার নতুন স্ট্রেইন বা ধরন প্রতিরোধে এ টিকা শতভাগ কার্যকরী। এছাড়া ইরান অক্সফোর্ড-অ্যাসট্রাজেনেকা, চীন ও ভারতের থেকেও টিকা পাওয়ার চেষ্টা চালাচ্ছে।

ফেব্রুয়ারি ২২, ২০২১ at১০:৪৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/ভিকে/এমআরএইস