শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু ম্যারাথন অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জে ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ঘটিকায় শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় জাহাজঘাটা থেকে শিবগঞ্জ থানা সংলগ্ন বঙ্গবন্ধু স্কয়ার পর্যন্ত বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর শিবগঞ্জ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মুজিববর্ষে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ম্যারাথন স্লোগানে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার তত্ত্বাবধানে দি স্ট্রাইকিং টুয়েলভ এর আয়োজনে এবং বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সার্বিক সহযোগীতায় এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় উপজেলার মহাস্থান জাহাজঘাটা থেকে ম্যারাথন শুরু হলে এতে বিভিন্ন শ্রেনীপেশার অনুমান ১হাজার জন ব্যক্তি অংশগ্রহন করে। মোট ৭টি স্থানে জরুরী সেবা নিয়ে ডাক্তার, স্কাউট ও এ্যাম্বুলেন্স প্রস্তুত ছিলো।

প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন উপজেলার হুদাবালা গ্রামের আতিকুর রহমান। এতে ১০জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদিউজ্জামান, শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলজার হোসেনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক উৎসাহী জনসাধারণ।

পরে শিবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কনসার্ট অনুষ্ঠিত হয়।

ফেব্রুয়ারি ১৮, ২০২১ at১৭:০৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আকিি/আরইআর/এমএসএইস