থ্রিডি সিনেমা ‘কমলীবালা দেবী’ থেকে বাদ পড়ছেন নায়লা নাঈম

শুরুতে নায়লা নাঈমের বিশেষ আগ্রহ থাকলেও একজন পেশাদার শিল্পী হিসেবে নায়লা নাঈম দায়িত্বশীল আচরণ করছেন না।

সিনেমার প্রয়োজনে নায়িকা, নায়িকার প্রয়োজনে সিনেমা নয় । আমি সেই অভিনেত্রীকেই কমলীবালা বালা দেবী চরিত্রের জন্য নির্বাচিত করবো যিনি এই চরিত্রের ভার বহন করতে পারবেন এবং চরিত্রের প্রতি দায়িত্বশীল আচরণ করবেন । কমলীবালা দেবী চরিত্রটি ধারণ করতে পারেন এমন দ্রৌপদী নায়লা নাঈম এখনো হতে পারেননি । তবে আশা করব তিনি ভবিষ্যতে তার কাজ সম্পর্কে আরও বেশী সচেতন হবেন এবং পেশার প্রতি সম্মান রেখে নির্মাতা পরিচালকদের প্রতি সংবেদশীল মনোভাব পোষণ করবেন। একজন নির্মাতার চিন্তায় থাকে নির্মান আর নির্মানের প্রয়োজনে শিল্পীর সাথে মানবিক ঘনিষ্টতা আর এর মাধ্যম যোগাযোগ । খুব শীগ্রই কমলীবালা দেবী চলচ্চিত্রটির চিত্রধারণের কাজ শুরু হবে।

অষ্টাদশ শতাব্দীর অবিভক্ত বাংলার একটি রাজপরিবারের গল্পে নির্মিত হচ্ছে ত্রিমাত্রিক চলচ্চিত্র “কমলীবালা দেবী”।

ফেব্রুয়ারি ১৭, ২০২১ at০৯:৪৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আকি/এএস/এমএসএইস