চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা ও পিএসজি

ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা ও পিএসজি। দুই দল রাউন্ড ষোলোর প্রথম লেগের ম্যাচে খেলবে। বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। তাছাড়া একই সময়ে খেলতে নামবে লিভারপুল ও আরবি লাইপজিগ।

বার্সেলোনা ও পিএসজির ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারবেন না নেইমার। এমন বড় ম্যাচে নেইমার খেলতে পারবেন না বলে হতাশ বার্সার কোচ রোনাল্ড কোম্যান। তার মতে নেইমারের মতো খেলোয়াড়দের সবাই মিলে রক্ষা করতে হবে যেন ইনজুরিতে না পড়েন। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সোমবার কথা বলেন কোম্যান। সেখানেই নেইমারের ব্যাপারে জিজ্ঞেস করা হয় কোম্যানকে।

এ ব্যাপারে বার্সা কোচ বলেন, ‘নেইমারের মতো খেলোয়াড়দের আমাদের রক্ষা করতে হবে, খেয়াল রাখতে হবে। নেইমার, মেসি ও রোনালদোর মতো খেলোয়াড়রা আমাদের আনন্দ পেতে সহায়তা করে। এজন্য রেফারিদের তাদেরকে রক্ষা করতে হবে। যদিও এই খেলায় একে অন্যের সঙ্গে ছোঁয়া বা ধাক্কা লাগার বিষয়টি আছে।’

এদিকে এ ম্যাচে রক্ষণভাগের খেলোয়াড় জেরার্ড পিকের খেলার ব্যাপারে সন্দেহ ছিল। তবে কোম্যান গতকাল জানিয়েছেন, পিকে স্বাভাবিকভাবেই অনুশীলন করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘পিকে ঠিক আছে। সে দলের সঙ্গে ৪-৫ দিন ধরে আছে, অনুশীলন করছে। সে ভালো আছে। ফলে ম্যাচের আগে সিদ্ধান্ত নেব, সে খেলবে না কি খেলবে না। তবে দলে যারা আছেন, তাদের সবার যোগ্যতা আছে ভালো খেলার। রক্ষণভাগের খেলোয়াড়রা ভালো খেলেছে, আবার খারাপ খেলেছে। এটি ফুটবলের অংশ।’

এদিকে পিএসজির বিপক্ষে এ ম্যাচ নিজেদের জন্য অনেক বড় পরীক্ষা বলে মন্তব্য করেছেন কোম্যান। এ বিষয়ে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আমরা বেশ উচ্ছ্বসিত। পিএসজি খুব ভালো হল। ফলে এটি একটি কঠিন ম্যাচ হবে। যদিও আমরা অনেক উন্নতি করেছি। কিন্তু তাদের কোয়ালিটি বেশ ভালো। দল ও খেলোয়াড়দের ওপর আমার আস্থা আছে। আমাদের উন্নতিটা ম্যাচ ও ম্যাচের ফলাফলের মাধ্যমে পুরোপুরি পরিষ্কার। আমাদের বিশ্বাস আমরা ভালো একটি দলকে হারাব।’

এদিকে পিএসজিকে এ ম্যাচে নেইমার ও অ্যানহেল ডি মারিয়া ছাড়া খেলতে হবে। তবে বার্সা কোচ বলেছেন এ ম্যাচে কোনো খেলোয়াড়ের মধ্যে লড়াই হবে না। লড়াই হবে দলীয়ভাবে। ফলে যে ভালো খেলবে, সে-ই জয় তুলে নিবে। কোম্যান মনে করেন সব মিলিয়ে ম্যাচে জমজমাট লড়াই হবে।

ফেব্রুয়ারি ১৬, ২০২১ at১৮:২৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/ভিকে/এমআরএইস