কাজিপুরে ‘বারি সরিষা-১৪’ উপলক্ষে মাঠ দিবস-২০২১ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বীজ উৎপাদন ব্লক (প্রদর্শনী) এর মাঠ দিবস-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্ৰামে আলী আকবর মেম্বারের বাড়িতে মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি দুপুরে অনুষ্ঠিত মাঠ দিবসে বারি সরিষা-১৪ উৎপাদন ও বীজ সংরক্ষণের বিষয়ে যাবতীয় করনীয় আলোচনা করা হয়।

মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিপু।

বিআরডিপি চেয়ারম্যান তোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিবৃন্দ বারি-১৪ সরিষার গুণগত মান,অধিক ফলন উৎপাদন সময়ব্যাপ্তি আলোকপাত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার শাহাদাত হোসেন, মাহামুদুল হাসান, মুসলিম উদ্দিন সহ দুই শতাধিক কৃষক ও কৃষাণি।

ফেব্রুয়ারি ১৬, ২০২১ at১৭:৫৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আকি/এএসসি/এমএসএইস