নৌকাডুবিতে কমপক্ষে ৬০ জনের মৃত্যু

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় কঙ্গো নদীতে নৌকাডুবিতে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকশ’ মানুষ।

সোমবার রাতে নৌকাটি মাই নমবি প্রদেশের লংগোলা ইকোতি গ্রামের কাছে ডুবে যায়।

রাজধানী কিনশাসা থেকে ইকুয়াটর প্রদেশের উদ্দেশে ওই নৌকাটি যাত্রা করেছিল। স্টিভ এমবিকায়ি বলেন, অতিরিক্ত মালামাল এবং ধারণক্ষমতার বেশি যাত্রী নেওয়ার কারণে ওই নৌকাটি ডুবে গেছে।

দেশটির মানবিক সহায়তা বিষয়ক মন্ত্রী স্টিভ এমবিকায়ি এক টুইটে জানিয়েছেন, দুর্ঘটনার সময় ওই নৌকাতে ৭শ’ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত উদ্ধারকারী দল ৬০ জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ৩শ’ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ২৪০ জন।

কঙ্গোতে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রী এবং মালপত্র বোঝাইয়ের কারণেই এসব দুর্ঘটনা ঘটছে। এছাড়া নৌকায় করে যাতায়াত করা অধিকাংশ যাত্রীই লাইফ জ্যাকেট পরেন না। ফলে নৌকাডুবে গেলে অনেককেই বাঁচানো সম্ভব হয় না।

ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এমবিকায়ি পরিবহন খাতে দায়িত্বরত সবার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন।

ফেব্রুয়ারি ১৬, ২০২১ at১২:০৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/ডিএস/এমএসএইস