‘দ্যা মেরিন সিকিউরিটি বেল্ট এক্সারসাইজ’ শুরু হচ্ছে আগামীকাল

ইরান এবং রাশিয়ার অংশগ্রহণে যৌথ নৌ-মহড়া আগামীকাল (মঙ্গলবার) শুরু হচ্ছে।

উত্তর ভারত মহাসাগরে মহড়া চালানোর জন্য এর মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র গোলাম রেজা তাহানি।

এ মহড়ায় অংশ নেবে ইরান এবং রাশিয়ার নৌ বাহিনী। তবে এর পাশাপাশি ইরানের বিমানবাহিনীর একটি অংশও যোগ দেবে বলে জানানো হয়েছে। এবারের মহড়ার নাম দেয়া হয়েছে ‘দ্যা মেরিন সিকিউরিটি বেল্ট এক্সারসাইজ’।

মহড়ায় যোগ দিতে ইতোমধ্যেই রাশিয়া একটি ডেস্ট্রয়ার, একটি রসদবাহী যুদ্ধজাহাজ এবং হেলিকপ্টার পাঠিয়েছে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র গোলাম রেজা তাহানি জানিয়েছেন, ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় এই মহড়া পরিচালিত হবে। তিনি বলেন, শান্তি এবং বন্ধুত্বের বার্তা নিয়ে ইরান ও রাশিয়া নৌ মহড়া শুরু করতে যাচ্ছে।

মহড়ার উদ্দেশ্য সম্পর্কে ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি আগেই জানিয়েছেন যে, সাগরে নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হবে।

ফেব্রুয়ারি ১৫, ২০২১ at২১:০৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এডি/এমএসএইস