কেশবপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী নৌকা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ

যশোরের কেশবপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম প্রতিনিয়ত গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করে চলেছেন। তারই ধারাবাহিকতায় সোমবার দিন ব্যাপী তিনি নৌকা প্রতীক ভোট চেয়ে পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবদিয়া-সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পৌর কাউন্সিলর পদপ্রার্থী মশিয়ার রহমান, পৌর আওয়ামী লীগনেতা পৌর কাউন্সিলর পদপ্রার্থী মনিরুজ্জামান শাহীন, পৌর কাউন্সিলর পদপ্রার্থী নাছির উদ্দীন, পৌর কাউন্সিলর পদপ্রার্থী কামরুজ্জামান কামরুল, পৌর কাউন্সিলর পদপ্রার্থী কবির হোসেন, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মিনুরানী হালদার, নার্গিস পারভীন প্রমুখ।

অপরদিকে সোমবার বিকালে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম পৌর সভার ৯নং বালিয়াডাঙ্গা ওয়ার্ডে গণসংযোগ করেন। গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পৌর আওয়ামী লীগনেতা ইকবাল হোসেন খান, শফিকুল ইসলাম টুকু, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী পৌর আওয়ামী লীগনেতা আবুল কালাম আজাদ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান গাজী প্রমুখ।

গণসংযোগকালে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম বলেন, আমি পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে রাস্তা পাঁকাকরণ, লাইটিং ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ, মসজিদ-মন্দির-সহ সকল প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন করেছি এবং আগামী ২৮ ফেব্রায়ারী পৌরসভা নির্বাচনে পৌর মেয়র পদে তাকে ভোট প্রদান করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

এছাড়া সোমবার বিকালে উপজেলা যুবমহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজের নেতৃত্বে নেতৃবৃন্দ নৌকা প্রতীকে ভোট চেয়ে পৌরসভার ১নং ও ৮ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নাদিরা খাতুন ও ইউপি সদস্য নার্গিস বেগম, মজিদপুর ইউনিয়ন যুব মহিলা লীগের হামিদা বেগম, কেশবপুর সদর ইউনিয়ন যুব মহিলা লীগের রাশিদা বেগম, পৌর যুব মহিলা লীগের রেহেনা পারভীন রিপা প্রমুখ।

ফেব্রুয়ারি ১৫, ২০২১ at২০:৫৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআরএস/এমএসএইস