কালীগঞ্জ টি-২০ কাপ ক্রিকেট টুনামের্ন্ট ধামাকা ষ্টাইলে বল পিটিয়ে জয় পেল খুলনা

কালীগঞ্জ টি-২০ কাপ ক্রিকেট টুনামের্ন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ধামাকা ষ্টাইলে বল পিটিয়ে জয় পেয়েছে খুলনা গল্লামারী ক্রিকেট একাডেমী।

রোববার দুপুরে ভূষন মাঠে তারা ৪১ রানের ব্যবধানে ঢাকা ড্রিম গ্লাডিওটর ক্রিকেট একাদশকে হারিয়েছে।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে ১৬ দলের অংশগ্রহনে টুনামেন্টের ৮ম ম্যাচে টচে জয়লাভ করে ব্যাট করতে নামেন খুলনা গল্লামারী ক্রিকেট একাডেমী। তাদের ওপেনিং জুটিতেই ধামাকা ব্যাটিং তান্ডব চালাতে থাকে। ২০ ওভার খেলে ৪ ইউকেট হারিয়ে তারা ২২২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ঢাকা ড্রিম গ্লাডিওটর ক্রিকেট একাদশ ১৯ ওভারে ৪ বলে সবকটি ইউকেট হারিয়ে ১৮১ রান করতে সমর্থ হয়। ফলে প্রতিদ্বন্দিতাপূর্ণ এ ম্যাচে ৪১ রানের ব্যাবধানে খুলনা গল্লামারী ক্রিকেট একাডেমী জয়লাভ করে।বিজয়ী দলের রানা ৬৪ রান ও ৩ ইউকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।

খেলা শেষে তার হাতে অনলাইন পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম” এর ক্রেষ্ট তুলে দেন কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী।

এ সময়ে মাঠে আরো উপস্থিত ছিলেন, ক্রিকেট কমিটির সভাপতি এ্যাডঃ আজিজুর রহমান, ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্ষ্য, সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু, যুগ্ন সম্পাদক জামির হোসেন, অশোক কুমার, প্রেসক্লাবের সম্পাদক সাবজাল হোসেন, ফুটবল ফেডারেশনের দিলিপ সাহা, ফজরুল হক তুষার ও আয়ুব হোসেন সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগন।

এ টুনামেন্টের ম্যান অব দি ম্যাচ পুরস্কারের স্পন্সর হয়েছেন অনলাইন পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম” এবং মিডিয়া পাটর্নার হয়েছেন কালীগঞ্জ প্রেসক্লাব।

খেলার আম্পায়ারের দ্বায়িত্ব পালন করেন, মশিউর রহমান নয়ন ও সাইদুর রহমান শাহিন। অফিসিয়াল স্কোরার ছিলেন ইমরান ও ধারাভার্ষ্য দেন খোরশেদ আলম।

আগামী মঙ্গলবার টুনামেন্টের ২য় রাউন্ডের প্রথম ম্যাচে অংশ নিবে যশোর বিপ্লব কোচিং ক্রিকেট একাডেমী বনাম মহেশপুর ক্রিকেট একাদশ।

ফেব্রুয়ারি ১৪, ২০২১ at২১:৩৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/বিএইসবি/এমএসএইস