প্রতীক বরাদ্দের পর সন্ধ্যায় নৌকার পক্ষে বিশাল শো-ডাউন

শুক্রবার সকালে পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর সন্ধ্যায় শহরে নৌকার পক্ষে বিশাল শো-ডাউন হয়েছে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদেও নেতৃত্বে শো-ডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দড়াটানায় গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ। এ সময় তার সাথে ছিলেন সাবেক সহ-সভাপতি ফয়সাল খান, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, যুগ্ম সম্পাদক ষষ্ঠী দত্ত, প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজুসহ ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার জেলা নির্বাচন অফিসে সকাল সাড়ে ১০টা থেকে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হায়দার গণি খান পলাশের হাতে নৌকা প্রতীক তুলে দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সর্দারের হাতে তুলে দেয়া হয় হাত পাখা প্রতীক। এরপর শুরু হয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কাজ।

ফেব্রুয়ারি ১২, ২০২১ at১৯:২৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/বিএমএফ/এমআরএইস