মাগুরার ছাত্রী কুইনের স্বর্ণপদক লাভ, হতে চাই শিক্ষক

মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের ঝগড়দিয়া গ্রামের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সারাদেশের কলেজগুলোর মধ্যে সমাজবিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নাম্বার পেয়ে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক পাওয়া কুইনের স্বপ্ন শিক্ষকতা করা। পরিবারে ৭ ভাই-বোন। বাবা কাঠের ব্যবসা করেন। তেমন জমি-জমা নেই। বর্গা চাষ করেন। দিন এনে দিনে খাওয়া বাবার সংসার চালাতে হিমশীম খেতে হয়। তারপর সাত ছেলেমেয়েরই লেখাপড়ার খরচ। এমন পরিস্থিতির শিকার বাবা মোস্তাফিজুর খানের মুখে হাসি ফুটিয়েছে মেয়ে মোছাঃ কুইন আরা।

মেধাবী ছাত্রী মোছাঃ কুইন আরা বলেন, আমি ক্লাস নাইন থেকেই টিউশনী করে লেখাপড়ার খরচ চালিয়েছি। পড়ানো এখন আমার কাছে খুব ভালো লাগে। ভবিষ্যতে শিক্ষকতা করে জীবনটা কাটাতে চাই।

ফেব্রুয়ারি ১২, ২০২১ at১৮:০৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএম/এমআরএইস