গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ হাতছাড়া হতে দেননি আবু জায়েদ রাহি ও তাইজুল ইসলাম

দিনের শুরুটা দুর্দান্ত ছিল ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। প্রথম ঘণ্টায়ই তারা তুলে নেয় দলীয় ফিফটি, তাও মাত্র ১৫ ওভারের মধ্যে। মনে হচ্ছিল, ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন থাকবে তাদের একচ্ছত্র আধিপত্য। কিন্তু তাতে বাঁধ সেধেছেন স্বাগতিক বাংলাদেশ দলের বোলাররা। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু দিয়ে ম্যাচের দখল পুরোপুরি হাতছাড়া হতে দেননি আবু জায়েদ রাহি, তাইজুল ইসলামরা।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট জয়ের আত্মবিশ্বাস নিয়েই বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচের প্রথম দিনটা ব্যাটিং করেছে ক্যারিবীয়রা। ধারাবাহিক ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন এনক্রুমাহ বোনার। রানের দেখা পেয়েছেন ক্রেইগ ব্রাথওয়েট, জন ক্যাম্পবেলরাও। তবে তারা ইনিংস বড় করতে পারেননি, আর এবার ব্যর্থ হয়েছেন আগের ম্যাচের নায়ক কাইল মায়ার্স।

সবমিলিয়ে ঢাকা টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে ৯০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন সকালে তাদের দ্রুত অলআউট করার লক্ষ্যই থাকবে বাংলাদেশ দলের। অন্যদিকে সেট ব্যাটসম্যান বোনারের উইলোতে চড়ে বড় সংগ্রহের খোঁজে এগোবে ক্যারিবীয়রা।

বাংলাদেশের পক্ষে দুইটি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহি ও তাইজুল ইসলাম। মাঝে এক উইকেট নিয়ে গেছেন পার্টটাইমার সৌম্য সরকার।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ : ৯০ ওভারে ২২৩/৫ (ক্যাম্পবেল ৩৬, ব্রাথওয়েট ৬৭, মোজলি ৭, বোনার ৭৪*, মায়ার্স ৫*, ব্ল্যাকউড ২৮, জশুয়া ২২*; রাহি ২/৪৬, মিরাজ ০/৩৯, নাঈম ০/৪২, তাইজুল ২/৬৪ ও সৌম্য ১/৩০)