শ্রীপুরে করোনা কালীন ক্ষতিগ্রস্হ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান

অংশগ্রহন মূলক শাসনব্যবস্থা শক্তিশালী করণের মাধ্যমে সরকারি সেবা সমূহের দায়বদ্ধতা (রেন্সপন্স) প্রকল্পের আওতায় কোভিট-১৯ মহামারির কারণে ক্ষতিগ্রস্থ প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে জীবিকায়ন সহায়তা প্রদান অনুষ্ঠান ১০ ফেব্রুয়ারী দুপুরের মাগুরা শ্রীপুরের খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম মোসতাসিম বিল্লাহ সংগ্রামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা লোকমোর্চা কমিটির সভাপতি মোঃ আব্দুর রউফ মাখন, শ্রীকোল ইউনিয়ন লোকমোর্চার সভাপতি মোঃ হাফিজুর রহমান। প্রজেক্ট অফিসার মোঃ আরিফুর রহমান সঞ্চালনায় ও প্রজেক্ট অফিসার সহেবা খাতুনের সার্বিক পরিচালনায়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেন্সপন্স প্রকল্পের সমন্বয়কারী মোঃ ওসমান গণি বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, লোকমোর্চার শ্রীকোল ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ওহিদুল ইসলাম, মোঃ লাভলু মোল্লা , মোঃ মেহেদি হাসান মুকুল, আব্দুস সবুর, মহিলা সদস্য ঝুমুর খাতুন, ইয়াসমিন বেগমসহ আরো অনেকে।

মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও ওয়েভ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে ২২ জন উপকারভোগীর মধ্যে প্রতিজনকে ৭ হাজার টাকা করে মোট ১ লাখ ৫৪ হাজার টাকা প্রদান করা হয়।

ফেব্রুয়ারি ১০, ২০২১ at১৬:৩১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএম/এমএসএইস