লিয়াকতের খুঁটির জোর কোথায় !!

ব্রাহ্মণবাড়িয়া জেলা, নবীনগর পৌরসভা, কলেজ পাড়ায় এক আতঙ্কের নাম লিয়াকত মিয়া (৪৮)।
তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে কয়েকবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে অভিযোগ করেও রক্ষা পাচ্ছেন না এলাকাবাসী, তার অত্যাচার থেকে এমনকি বাদ যাচ্ছেন না আপন ভাই-ভাতিজারাও!
সরেজমিনে গিয়ে দেখা গেছে, লিয়াকত মিয়ার ভাঙ্গা টিনের ঘরে ঝুঁকিপূর্ণ ভাবে লাগানো আছে ৮ টি বৈদ্যুতিক মিটার, নিজের বাড়িতে লাগানো এসব মিটার থেকে ভাড়ায় সংযোগ দিচ্ছেন মিটার না থাকা প্রতিবেশিদের,  প্রতিবেশিরা পল্লি বিদুৎ থেকে মিটারের সংযোগ নিতে চাইলেও হুমকি ও চাঁদা দাবি করে লিয়াকত মিয়া বাঁধা দিচ্ছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী, লিয়াকত মিয়ার বাড়ির আশে পাশে নিজ জমিতে কেউ বাড়ি-ঘর নির্মান করতে চাইলে সেখানেও বাধা দিচ্ছেন বলে জানা যায়,  নির্মাণ সামগ্রী আনা নেয়ার সময় রাস্তায় গাছ ফেলে আটকে রাখচ্ছেন লিয়াকত মিয়া ও তার লোকেরা।
পারভিন আক্তার জানান, “আমি মহিলা মানুষ,স্বামী বিদেশ থাকেন তার ভয়ে আতঙ্কে থাকি।”
দেলোয়ার হোসেন বলেন,” লিয়াকত মিয়া কথায় কথায় মামলা করার ভয় দেখায়,  আমাদের নামে থানায় উল্টো অভিযোগ করে হেনেস্তা করে, লোকবল নিয়ে ভয় দেখায়।  “
বিল্লাল হোসেন জানান, ” কেউ বাড়ি-ঘর করতে চাইলে বাঁধা দেয়,  চাঁদা দাবি করে। “
এলাকাবাসী লিয়াকত মিয়ার অত্যাচার থেকে মুক্তি চায়, গত ০৭/০২/২১ তারিখে লিয়াকত মিয়ার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর পক্ষে সফিকুল ইসলামের স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র দেয়া হয়েছে স্থানীয় মেয়র বরাবর।