কাজিপুরে মহিলাদের নকশী কাঁথা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

কাজিপুরে মহিলাদের নকশী কাঁথা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলা পরিষদ আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রারাণী সাহা। মহিলা ও শিশু উন্নয়ন কমিটির বাস্তবায়নে ৩০ জন আগ্ৰহী মহিলা ১৫ দিনের প্রশিক্ষণে অংশ গ্ৰহণ করবে। জাইকা এবং স্থানীয় সরকারের অর্থায়নে নকশী কাঁথা সেলাই প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের স্বাবলম্বী করতে এই কার্যক্রম।

ফেব্রুয়ারি ০৪, ২০২১ at ১৭:০১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এএসসি/এমআরএইস