পার্বতীপুরে বোরো চারা রোপণে ব্যস্ত কৃষকরা

উত্তরের জেলা দিনাজপুরের পার্বতীপুরে প্রচন্ড শীত উপেক্ষা করে ইরি-বোরো চারা রোপনে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষকরা।

খুব ভোর থেকে শুরু করে পড়ন্ত বিকেল পর্যন্ত চলছে জমিতে চারা রোপণের ধুম। ঘন কুয়াশা আর প্রচন্ড ঠান্ডার মধ্যে তারা এ কাজটি করছে। ডিপ ও শ্যালো মেশিনের মাধ্যমে উত্তোলিত পানি দিয়ে চাষ করা জমিতে রোপন করা হচ্ছে ইরি-বোরো ধানের চারা।

তবে প্রচন্ড শীত ও ঠান্ডার কারণে কিছুটা হলেও ধানের চারা রোপণে বিঘœ সৃষ্টি হচ্ছে। পার্বতীপুরের বেলাইচন্ডী, মন্মথপুর, রামপুর, মোমিনপুর ইউয়িনের একাধিক কৃষক জানিয়েছে, শীত জেঁকে না বসলে চারা রোপণের কাজ আরও দ্রুত করা সম্ভব হতো।

উপজেলা কৃষি দপ্তর সুত্রে জানা গেছে যে, চলতি ইরি-বোরো মৌসুমে পার্বতীপুর উপজেলায় ইরি-বোরো রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৩৭৯ হেক্টর জমিতে। তবে ইতোমধ্যে অর্ধেকেরও বেশী জমিতে চারা রোপণ করা হয়েছে এবং পুরোদমে রোপণের কাজ চলছে।