তীব্র শৈতপ্রবাহ ও হাড়কাপানো শীতে বিপর্যস্ত জনজীবন

গত কয়েকনদিন যাবত উত্তরাঞ্চলের নাটোরের লালপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈতপ্রবাহ। শৈতপ্রবাহের কারনে ঘনকুয়াশা ও হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন । কুয়াশার সঙ্গে হিমবাতাসে জুবুথুবু হয়ে পড়েছে বৃদ্ধ ও শিশু সহ সব বয়সের মানুষ।

শীতের কারনে গাছিরা রস আহরন করতে পারছেননা। দিনমুজুরসহ রিক্সা ও ইজিবাইক চালকরা হয়ে পড়ছেন কর্মহীন। তীব্র শীতে হাসপাতালেও বেড়েছ শীতজনিত রোগীর সংখ্যা। ঘন কুয়াশার কারনে সড়ক -মহাসড়কে যানবাহনগুলোকে হেড লাইট চালিয়ে চলাচল করতে হচ্ছে। ঘন কুয়াশায় আমের মুকুল সহ ফসলের ক্ষতির আশংকা করছেন কৃষকরা।

কথা হয় আবেদ আলী, দুলাল আলী, শাহিনসহ কয়েক জনের সঙ্গে তারা বলছেন, ঘনকুয়াশা ও প্রচন্ড শীতে ঘরের বাহিরে বের হওয়া যাচ্ছেনা। হাতপা মনে হচ্ছে কেটে যাচ্ছে। কোন কাজ করাযাচ্ছেনা।’

আবহাওয়া অফিস বলছে এই অবস্থা আরো একদিন অব্যহত থাকবে।