বেনাপোলে ৫৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৫৬ লাখ ৬০ হাজার টাকার মূল্যে বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। রোববার দুপুরে বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে, বিভিন্ন প্রকার শাড়ি ৩৫৮ পিচ, বিভিন্ন প্রকার থ্রি-পিচ ২১৮ , ওয়ান পিচ ২ পিচ, কিটকাট চকলেট ২৫৭ কেজি, ভারতীয় কাভেরি মেহেদী ৪৩০০ পিচ, ভারতীয় কোসমেটিক ক্রিম ৬৯০৬ পিচ, ইনসুলিন সিরিঞ্জ ২০,০০০ পিচসহ বিভিন্ন প্রকারের আমদানি নিষিদ্ধ মেডিসিন।

যশোর-৪৯ বিজিবি ব‍্যাটালিয়নের বেনাপোল সদর কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে অবৈধ ভাবে আনা বিভিন্ন প্রকার পণ্য নিয়ে চোরাচালানীরা বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অবস্থা করছে। পরে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি-থ্রিপিচসহ বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়। এবং উদ্ধারকৃত পণ্যের বাজার মূল্য ৫৬ লাখ ৬০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

জানুয়ারী, ৩১, ২০২১ at ১৮:২০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসও/এমআরএইস