গাজীপুরের জাবিদ আহসান সোহেল স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২১ এর ২য় পর্ব অনুষ্ঠিত

গাজীপুরের টঙ্গীতে জাবিদ আহসান সোহেন স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২১ এর নক আউট ২য় পর্বের খেলা গতকাল ৩০শে জানুয়ারি রাত ১০ঘটিকার সময় নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে নক আউট ২য় পর্বের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন মন্ডল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর, মহানগর ছাত্রলীগের প্রভাবশালী নেতা হুমায়ুন কবির বাপ্পি, জাবিদ আহসান সোহেন স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২১ এর আহবায়ক ফিরোজ মোহাম্মদ, শহীদ আহসান উল্লাহ্ মাষ্টার ইসলামী গ্রন্থাগারের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শ্যামল, হাজী বাবলু, কাউসার আহমেদ, বিপ্লব সরদার, নুরুজ্জামান শেখ প্রমুখ।

প্রধান অতিথি আবদুল্লাহ আল মামুন মন্ডল বলেন, আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, মানুষের সুখ, দুঃখের সাথি হওয়ার জন্য। কিন্তু আজ কিছু অসাধু নেতা জনগনের ভোটে নির্বাচিত হয়ে রাস্তা ঘাট নির্মাণের নামে বাড়িঘর দখলসহ বিভিন্ন কায়দায় জনগনের টাকা আত্মসাৎ করছে। যতদিন এদেহে রক্ত আছে আমরা কখনোই শহীদ আহসান উল্লাহ্ মাষ্টারের স্বপ্নের গাজীপুরবাসীর উপর কোন প্রকার অন্যায় অবিচার সহ্য করবো না। অন্যায় কারী যতই শক্তিশালী হোক না কেন আমরা জীবন দিয়ে হলেও তার প্রতিবাদ করবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পুরণে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি’র হাতকে শক্তিশালী করতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। আপনারা পাশে থাকলে, আপনারা সহযোগীতা করলে, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করবো।

এছাড়া টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল ও টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি কাজী মনজুর ব্যাডমিন্টন খেলাসহ খেলাধুলার মান উন্নয়ন শীর্ষক আলোচনা করেন।

জানুয়ারী, ৩১, ২০২১ at ১৭:৫৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআরএইস/এমআরএইস