যবিপ্রবি সফরে আন্তঃবিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সফর করেছেন আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গত ৩০ জানুয়ারি দুপুরে যবিপ্রবি সফরে আসেন তাঁরা। এ সময় যবিপ্রবির কর্মচারী সমিতির সভাপতি মো. শওকত ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদল তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান।

পরবর্তীতে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফেডারেশনের নেতৃবৃন্দসহ যবিপ্রবি কর্মচারী সমিতির নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।

সফরকালে ফেডারেশনের নেতৃবৃন্দ, আগামীতে ফেডারেশনের মহাসমাবেশ যবিপ্রবিতে করার ইচ্ছা পোষণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে যবিপ্রবি কর্মচারী সমিতির সাথে দীর্ঘক্ষণ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কর্মচারীদের যৌক্তিক দাবি-দাওয়া সংশ্লিষ্ট বিষয়ে ফেডারেশনের সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় যবিপ্রবির কর্মচারী সমিতির সভাপতি মো. শওকত ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদল ফেডারেশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ফেডারেশনকে শক্তিশালী করতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির ফেডারেশনের আহ্বায়ক মোঃ আতিয়ার রহমান, সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান, সদস্য বি এম আশিকুর রহমান, সুবির দও, ইমরান হোসেন প্রমুখ সফরে আসেন। এ সময় যবিপ্রবির কর্মচারী সমিতির সভাপতি মো. শওকত ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদলসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানুয়ারী, ৩১, ২০২১ at ১৪:৫০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমবিআর/এমআরএইস