শ্রীপুরে গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম শুরু

আজ ৩০ জানুয়ারি শনিবার সকাল ১১টায় মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ হলরুমে প্রকাশ্যভাবে বীর মুক্তিযোদ্ধাদের গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোল্লা নবুয়ত আলী, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি নজরুল ইসলাম রাজু, জামুকার প্রতিনিধি আলেপ মোল্লা, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমূখ ।

এছাড়া ও উপস্হিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ওয়াসিম আকরাম, সহকারি আইটি অফিসার আহমেদ মাহফুজ ও বীর মুক্তিযোদ্ধাগণ। এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবির জানান, যাচাই-বাছাইয়ের প্রথম দিন ১ থেকে ১০০ তম সিরিয়াল পর্যন্ত যাচাই-বাছাই করা হয়েছে। উপজেলার মোট ২৬৫ জন বীর মুক্তিযোদ্ধাকে গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে পর্যায়ক্রমে যাচাই-বাছাই করা হবে।

জানুয়ারী, ৩০, ২০২১ at ১৮:৩৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/অক/এমএম/এমআরএইস