শিবগঞ্জে পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর সংবাদ সম্মেনের মাধ্যমে ভোট বর্জন

শনিবার বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচন সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভাবে ১১টি ভোট কেন্দ্রে শুরু হয়। হঠাৎ করে দুপূর ১২টার দিকে বিএনপির সমর্থিত মেয়র প্রার্থী মতিয়ার রহমান মতিন বিএনপি দলীয় কার্যালয়ের সম্মুখে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামীলীগ সমর্থিক মেয়র প্রার্থী তৌহিদুর রহমান মানিক এর সমর্থিত লোকজন আমার লোকজনকে ভয়-ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে তেড়ে দেয়। শুধু তাই নয় সাধারণ ভোটারদের মধ্যে ভয় সৃষ্টি করে মাঠ ফাকা করে নিজেদের নৌকা মার্কায় ভোট প্রদান করে মর্মে অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা করেন।

এ ব্যাপারে বিএনপির সমর্থিত প্রার্থীর প্রধান নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এসএম তাজুল ইসলাম বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেছেন। তবে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ভোট শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকবে। তবে প্রার্থীর সংবাদ সম্মেলন করা এটা সম্পন্ন তার ব্যক্তিগত ব্যাপার। এব্যাপারে আওয়ামীলীগ সমর্থিক মেয়র প্রার্থীর তৌহিদুর রহমান মানিক বলেন, প্রতিপক্ষ প্রার্থী নিশ্চিত পরাজয় জেনে তারা ভোট বর্জন করেছে, সংবাদ সম্মেলনের নামে মিথ্যা নাটক সৃষ্টি করে বিভ্রান্তি সৃষ্টি করছে।

জানুয়ারী, ৩০, ২০২১ at ১৭:৩২:৪২ (GMT+06)
দেশদর্পণ/অক/এসএম/এমআরএইস