কমলীবালা দেবী থ্রিডি সিনেমায় ব্যবহৃত হচ্ছে আদি ঢাকাই মসলিন শাড়ি

ভারতীয় উপ-মহাদেশে বাংলা ভাষায় নির্মিতব্য দ্বিতীয় ত্রিমাত্রিক চলচ্চিত্র ‘কমলীবালা দেবী’ । ছবিটি পরিচালনা করছেন লেখক চলচ্চিত্র নির্মাতা আহমেদ সাব্বির । ঐতিহাসিক পটভূমিতে নির্মিতব্য এই ছবিতে উঠে আসছে অষ্টাদশ শতাব্দীর অবিভক্ত বাংলার একটি রাজ পরিবারের গল্প । গল্প আবর্তিত হচ্ছে রানী কমলীবালা দেবী, দময়ন্তী এবং মৃণালিনী কে কেন্দ্র করে । এই তিনটি প্রধান চরিত্রে প্রস্তাবিত অভিনেত্রী মডেল নায়লা নাঈম, বলিউড অভিনেত্রী মিথিলা পাল্কার এবং তৃশিতা শাহা চৌধুরী।

গল্পের প্রয়োজনেই অভিনেত্রীরা ক্যামেরার সামনে আসবেন আদি ঢাকাই মসলিন পরে । কিন্তু দুর্লভ এই কাপর নিয়ে বিপাকে ছিলেন ছবির প্রযোজক , পরিচালক এবং সংশ্লিষ্ট সকলে । অবশেষে এই সমস্যার সমাধান করলো অনলাইন ভিত্তিক দেশীয় ফ্যাশন পোশাক বিপণন প্রতিষ্ঠান নীলারণ্য । নীলারণ্য ‘কমলীবালা দেবী’ চলচ্চিত্রের জন্য নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে তৈরি করছে ছয়টি ঢাকাই মসলিন শাড়ি । প্রকৃত মসলিন এর আদলেই তৈরী হচ্ছে এই ঢাকাই মসলিন। একটু ব্যয়বহুল হলেও ঢাকাই মসলিন ছাড়া ছবির শুটিং শুরু করবেন না ছবির পরিচালক । এদিকে ছবির প্রযোজনায় নীশাত খান শর্মীর স্থলাভিষিক্ত হচ্ছেন অভিনেতা ,চলচ্চিত্র নির্মাতা এবং দরকারি ডট কমের হেড অব মার্কেটিং ইমতিয়াজ নিলয়।

আহমেদ সাব্বির
পরিচালক, কমলীবালা দেবী

জানুয়ারী, ৩০, ২০২১ at ১২:৫৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/এমটি/এএস/এমআরএইস