ঘোড়াঘাটে গরু মোটা তাজা করণ প্রশিক্ষণের উদ্বোধন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রানি সম্পদ দপ্তর আয়োজনে আধুনিক প্রযুক্তিতে গরু মোটা তাজা করণের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে ।২৫ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। আধুনিক প্রযুক্তিতে গরু মোটা তাজা করণ প্রকল্পের আওতা তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণ প্রানি সম্পদ দপ্তরের হলরুমে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম।

উপজেলা প্রানি সম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ রোমানা আকতার রোমির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম । এ সময় প্রানি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ও উপ-সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জন খামারী অংশ নেন। ২৫ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত তিন দিন প্রশিক্ষণ চলবে।

জানুয়ারী, ২৭, ২০২১ at ১৯:০৮:২৫ (GMT+06)
দেশদর্পণ/আক/এমইউএএম/এমআরএইস