পীরগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বার্ষিক সভা

প্রতিবন্ধিতা বোঝা নয় শ্রমে জ্ঞানে করবো জয় এ প্রতিপাদ্য নিয়ে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের মাঝে এগিয়ে যাচ্ছে। গত সোমবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নস্থ লোহাগাড়া এলাকায় দি লেপ্রসী মিশন মাঠ প্রাঙ্গনে পীরগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা রেজিঃ নং- ঠাক- ৩৩১/২০১৬ বার্ষিক সাধারণ সভা ২০২০ অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজিত অনুষ্ঠানে পীরগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খলিলুর রহমান, দি লেপ্রসী মিশন প্রতিনিধি রেজাউল করিম, পঞ্চগড় জেলা প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানের সহযোগীতায় কমিউনিটি প্রোগ্রাম দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ। অনুষ্ঠিত সভায় পীরগঞ্জ সংস্থার সভাপতি জানায় ১৯৭৮ সালে ঢাকায় কেন্দ্রীয় কমিটি গঠনের মাধ্যমে জেলার পীরগঞ্জে ২০০৬ সালে এ সংস্থাটি রেজিষ্ট্রেন ভুক্ত হয়ে প্রতিবন্ধীদের ভাগ্যের দুয়ার খুলেছে। সরকারি ভাবে বিভিন্ন ধরনের সহায়তায় পাচ্ছে। এখন ১৮০ জন প্রতিবন্ধী সদস্য নিয়ে এ সংগঠনের অনেক অগ্রগতি হয়েছে।

জানুয়ারী, ২৬ , ২০২১ at ১৯:৫৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআই/এমআরএইস