কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে ভোটের সরঞ্জাম

আগামীকাল চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন। নির্বাচনের একদিন আগে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নগরের ৪১টি ওয়ার্ডে ৭৩৫টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে সিটি করপোরেশন নির্বাচনের সরঞ্জাম।

আজ (২৬ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১১টায় এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম হল, নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়, বন্দর স্কুল অ্যান্ড কলেজ ও আগ্রাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সরঞ্জামাদি বিতরণ কার্যক্রম শুরু হয়।

এসময় রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘রিটার্নিং অফিসাররা প্রিজাইডিং কর্মকর্তাদের মধ্যে নির্বাচনী সামগ্রী বিতরণ করছেন। পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে সেগুলো কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। আজ মঙ্গলবার বিকেলের মধ্যে নির্বাচনের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে।’

তিনি আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রের জন্য ব্যালট পেপার সরবরাহ করবেন। আগামীকাল সকাল ৮ টার সময় প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের কাছে এসব ব্যালট পেপার হস্তান্তর করবেন। এ সময়ে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বরত পুলিশ অফিসার ও আনসার সদস্যরা উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, চসিক নির্বাচনের ৭৩৫টি ভোট কেন্দ্রে ৪ হাজার ৮৮৬টি কক্ষে ৯ হাজার ৭৭২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। আগামীকাল বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করবেন নগরের ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন ভোটার।

জানুয়ারী, ২৬, ২০২১ at ১৭:০০:২৫ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএম/এমআরএইস