বেনাপোলে আর্ন্তজাতিক কাস্টমস দিবস- ২০২১ পালিত

“সঠিক শুল্ক আহরণ দেশের হবে উন্নয়ন, মুজিববর্ষের অঙ্গীকার দেশপ্রেমে এনবিআর” এই স্লোগানে বেনাপোলে আর্ন্তজাতিক কাস্টমস দিবস- ২০২১ পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টার সময় বেনাপোল কাস্টমস ক্লাবে সেমিনার ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-১(শার্শা)’র এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। এসময় অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন কাস্টমস কর্মকর্তারা।

উক্ত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কমিশনার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট,যশোর মুহম্মদ জাকির হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন প্রমুখ।

জানুয়ারী, ২৬, ২০২১ at ১৩:৩৯:২৫ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমএস/এমআরএইস