নায়ক রিয়াজ বিমানে চড়ে চট্টগ্রামে এসে প্রশংসা করলেন সড়কের

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে বেশ কৌতূহল ও আগ্রহ দেখা যাচ্ছে।

জানা গেছে, গতকাল রোববার (২৪ জানুয়ারি) আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে বিমানে চড়ে চট্টগ্রামে আসলেন নায়ক রিয়াজসহ টেলিভিশন ও চলচ্চিত্রের একঝাঁক শিল্পী। চট্টগ্রামে এসেই অংশ নেন নির্বাচনী প্রচারণায়। দিনভর প্রচারণা শেষে বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন নায়ক রিয়াজ।

নায়ক রিয়াজ সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীর জন্য দুই হাত উজাড় করে দিয়েছেন। যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে।চট্টগ্রামে যে রাস্তা দিয়ে এসেছি, তা বাংলাদেশের রাস্তা মনে হয়নি। মনে হয়েছে ইউরোপ-আমেরিকার রাস্তা।’

এসময় রিয়াজের সঙ্গে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি, বিজরী বরকতুল্লাহ, চিত্রনায়ক রিয়াজ, মীর সাব্বির ও সায়মন সাদিক। তারা নৌকার পক্ষে ভোট চান।

রিয়াজ আরও বলেন, ‘চট্টগ্রামের নগরপিতার জন্য যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি একজন যোগ্য প্রার্থী। আমরা মনে করি রেজাউল করিম ভাইয়ের মাধ্যমে চট্টগ্রাম আরো সমৃদ্ধ হবে। চট্টগ্রামবাসীর কাছে তাই নৌকার পক্ষে ভোট চাই। নৌকা যেন চট্টগ্রামে বিজয়ী হয় এই কামনা করি।’

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চুসহ ছাত্রলীগ-যুবলীগের শতাধিক নেতাকর্মী।

এদিকে রিয়াজের বক্তব্যকে ডিগবাজি আখ্যয়িত করে বিএনপির নেতা ইঞ্জিঃ বেলায়েত হোসেন বলেন, ‘জনপ্রিয়তা নেই দেখে ভোটারদের আকৃষ্ট করতে চলচ্চিত্রের শিল্পীদের নিয়ে এসে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী।’

তিনি আরও বলেন, ‘শিল্পীরা বিমানে চড়ে এসে প্রশংসা করছেন সড়কের। তারা দেখপননি নগরীর লাইফলাইন খ্যাত পোর্ট কানেক্টিং রোড, মাঝিরঘাট সড়ক, নগরীর এক্সেস রোড, বহদ্দারহাট, ঈদগাহ, পাহাড়তলী, অলঙ্কার, সাগরিকা, বন্দর, ফকির হাট, নিউমার্কেট, আন্দরকিল্লা, চকবজার, কালামিয়া বাজার, বাংলাবাজার, মাঝিরঘাট, সদরঘাট ও মাদারবাড়ী সড়কের ভাঙাচোরার বেহাল অবস্থা। শুধু তাই নয় চট্টগ্রাম ওয়াসার পাইপ লাইন স্থাপনের জন্য নগরীর অলিগলিতে ব্যাপক খোঁড়াখুঁড়ি কারণে চলাচলের ক্ষেত্রে মানুষকে প্রতিদিন নরক যন্ত্রণা পোহাতে হচ্ছে। আর রিয়াজ সাহেব বলেন এসব ‘বাংলাদেশের রাস্তা মনে হয়নি। মনে হয়েছে ইউরোপ-আমেরিকার রাস্তা।’ এটা আসলে ভোটারদের মন জয় করার জন্য ‘ডিগবাজি’ ছাড়া আর কিছুই নয়।’

জানুয়ারী, ২৫, ২০২১ at ১৬:৩৭:২৫ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএম/এমআরএইস