জীবননগর আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপবাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গা জেলার জীবননগর আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপবাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহনে অনুষ্ঠিত মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মমতাজ আহমেদ তাজ, সহকারী প্রধান শিক্ষক, সাইদুর রহমান, সহকারী শিক্ষক আকিদুল ইসলাম, ইস্মতারা খাতুন, নাসরিন সুলতানা, মাফিয়া খাতুন, শরিফুল ইসলাম, মিজানুর রহমান, আতিয়ার রহমান, শফিকুল ইসলাম ও অফিস সহকারী মহিদুল ইসলাম, এম.এল.এস. আবুল বাসার, জালাল উদ্দীন।

মানববন্ধনে সহকারী শিক্ষিকা নাসিমা খাতুনকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

ঘটনার বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ শফিকুল ইসলাম মোক্তার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্মারকলিপি পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানুয়ারী, ১৮, ২০২১ at ২২:০৭:২৫ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটিআর/এমএমআর