সিলেট জেলায় ৭ পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল

সিলেট জেলায় ৭ পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল মোট ৯১ ভোট কেন্দ্রের ৭০টিই ঝুঁকিপূর্ণ। শনিবার (১৬ জানুয়ারি) সিলেট বিভাগের ৭টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনীসকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ঝুকিপূর্ণ ঘটনা এড়াতে ৪ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া ভোট হতে যাওয়া ৭টি পৌরসভায় বুধবার থেকে মাঠে নেমেছেন ৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মোতায়েন করা হয়েছে ২১ প্লাটুন বিজিবি সদস্য। বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫ হাজার সদস্য মাঠে রয়েছেন। শনিবার সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও হবিগঞ্জ জেলার মাধবপুর ও নবীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, ৭ পৌরসভায় ১ হাজার ৫০ জন বিজিবি সদস্য, প্রায় ১ হাজার র‌্যাব সদস্য, প্রায় ১ হাজার ৫০০ পুলিশ সদস্য, আর্মড পুলিশ, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। ভোট কেন্দ্রের পাশাপাশি কেন্দ্রের আশপাশ এলাকায় ও থাকবে বিশেষ নজরদারি। থাকবে স্ট্রাইকিং ফোর্স।

জানুয়ারী, ১৫, ২০২১ at ১৮:৫৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/একেআর/এমএমআর