ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ খানের ইন্তেকাল থানা পুলিশের গার্ড অনার প্রদান

বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খাঁন মৃত্যুবরন করেছেন। গত বুধবার দুপুরে মারা যান তিনি। বৃহস্পতিবার বেলা ১২টায় তাকে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনারের মাধ্যমে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। গার্ড অব অনারের পুর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার মর দেহে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম। থানা প্রশাসনের পক্ষ থেকে অফিসার ইনচার্জ আজিম উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস বাহিনী মরহুম বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ খানকে গার্ড অব অনার প্রদান করা হয়।

জানাজার পুর্বে এস,এম, রবিউল ইসলাম রবির সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রাফে খন্দকার শাহানশা,উপজেলা নির্বাহী অফিসার রাফিউল ইসলাম,থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন ও ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম বাবু। আব্দুল লতিফ খাঁন সেনাবাহিনীতে চাকুরী করাকালীন মুক্তি বাহিনীতে অংশ গ্রহন করেছিলেন। আব্দুল লতিফ খাঁরেনর জানাজায় উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ ও সর্ব স্তরের মুসল্লিবৃন্দ অংশ গ্রহণ করেন।

জানুয়ারী, ১৪, ২০২১ at ২০:৩১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমইউএএম/এমআরএইস