ধর্ষিতা কিশোরীর আত্মহত্যার মামলায় ধর্ষকের ৪২ বছরের কারাদন্ড

জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামে ধর্ষিতা কিশোরীর আত্মহত্যার ঘটনায় ধর্ষকের ৪২ বছরের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। বৃহষ্পতিবার দুপুরে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রুস্তম আলী এ রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরনীতে জানা যায়, ২০১২ সালের ৩০জুন দুপুরে জয়পুরহাটের হরিপুর উত্তরপাড়া গ্রামের কিশোরী কন্যা খাতিজা বেগম বাড়ির পাশে নিজেদের ক্ষেতে যায়। সেখানে মেয়েটিকে একা পেয়ে একই গ্রামের আবুল কালামের ছেলে মাসুদ রানা তাকে জোর করে সেখান থেকে পাশ্ববর্তী পাট ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষন করে। ওই ঘটনার জেরে লজ্জা ও অভিমানে ১ দিন পর ২ জুলাই খাতিজা নিজ শয়ন কক্ষে বিষ পানে আত্মহত্যা করে। এ ব্যাপারে খাতিজার বাবা হেলালুদ্দিন বাদি হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।

দীর্ঘ শুনানী শেষে উপরোক্ত রায় দেন বিচারক। তবে ধর্ষনের পর অদ্যবধি ধর্ষক মাসুদ রানা পলাতক আছেন। রাষ্ট্রপক্ষের আইজীবি এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।

জানুয়ারী, ১৪, ২০২১ at ১৮:৩৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসকেএস/এমএমআর