পুলিশ সুপারের নির্দেশে আঁখিকে রক্তদিয়ে জীবন বাঁচালেন পুলিশ পরিদর্শক

মেহেরপুর জেলার মুজিবনগর থানাধীন আনন্দবাস গ্রামের জনৈক আসাদুল ইসলাম এর মেয়ে আঁখি(১৪) অটো থেকে পড়ে গিয়ে পা ভেঙ্গে যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে অপারেশনের জন্য জরুরী রক্তের প্রয়োজন দেখা দেয়। পুলিশ সুপার মহোদয়ের নিকট ফোন দিয়ে জানালে পুলিশ সুপারের নির্দেশে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবির আহত আঁখি কে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উপস্থিত হয়ে রক্তদান করেন।

পুলিশ প্রশাসনের অনেকেই বলেন চাকরি পাওয়ার পর থেকে লুৎফুল কবির স্যার আত্মমানবতার সেবায় অনেকখানি এগিয়ে থাকেন। সর্বসাধারণের সাথে ছিল গভীর ভালোবাসা। এর আগে তিনি যখন যশোর কোতয়ালী থানায় পোস্টিং ছিল তখনো তিনি অনেক মানবকল্যাণময় কাজ করেছেন। তিনি আরও একটি দৃষ্টান্ত স্থাপন করলেন ওই বাচ্চাকে রক্ত দান করে। ওই মেয়ের বাবা এবং আত্মীয়-স্বজনরা অফিসার চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফুল কে সাধুবাদ জানাই ।

জানুয়ারী, ১৩, ২০২১ at ১৫:৩৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটিআর/এমএমআর