মহম্মদপুরে শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে দক্ষিণ পশ্চিম অঞ্চলের শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার বড়রিয়া গ্রামে ১০০ বছর ধরে পৌষ মাষের ২৮ তারিখে ঐতিহ্যবাহী এ মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।

খুলনা বিভাগের সর্ববৃহৎ এ মেলাকে ঘিরে এলাকার প্রায় ৫০টি গ্রামে চলে উৎসবের আমেজ। মেলার মূল আকর্ষণ ঘোড়াদৌড় প্রতিযোগিতা, নাগরদোলা, পুতুলনাচ সহ বিভিন্ন যাদু ও কমিডিয়ান শিল্পীদের উপস্থিতি। প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে ঘোড়া আনা হয়। মেলার মূল আকর্ষণ ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে রাস্তার দু-পাশে মাঠের মধ্যে হাজারো নারী-পুরুষ ও শিশু বৃদ্ধের উপচে পড়া ভিড়। প্রতিযোগিতা শেষে মেলা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাঁন জাহাঙ্গীর আলম বাচ্চু বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

জানুয়ারী, ১২, ২০২১ at ২০:০৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এআই/এমএমআর