বেগম জিয়াকে জনসম্মুখে কথা বলতে দেয়া হচ্ছে না : গোলাম মোহাম্মাদ সিরাজ

গতবার বছর ধরে অবৈধ আয়ামীলীগ সরকার দেশের জনগণের কোন উন্নয়ন করেনি। জনগণের সরকিছু লুট করে বিদেশের ক্যাংকে জমা করেছে। উন্নয়ন হয়েছে শুধু আওয়ামীলীগের সোনার ছেলেদের। ক্ষমতা হারানোর ভয়ে দেশ নেত্রী বেগম জিয়াকে জনসম্মুখে কথা বলতে দেয়া হচ্ছে না। তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তারা জানে বেগম জিয়া জনসম্মুখে কথা বললে তাদের পায়ের নিচে মাটি থাকবে না। এই দেশের মাটিতেই আওয়ামীলীগের অবৈধ সরকারের বিচার হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশে সোমবার (১১ জানুয়ারী) বগুড়া সদরের ১১টি ইউনিয়নের গরীব ও অসহায় নেতাকর্মীদের মাঝে কম্বল বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বগুড়া-৬ সদর আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ।

বগুড়া সদরের ১১টি ইউনিয়নকে দুটি ভাগে ভাগ করে নিশিন্দারা ইউনিয়নের নুনগোলা ডিগ্রী কলেজ মাঠে ৬টি ইউনিয়নের নেতাকর্মদের মাঝে দুপুর ১২টায় ও শাখারিয় ইউনিয়নের পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে দুপর ২টায় ৫টি ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে কম্বল বিতরন করেন অতিথিবৃন্দ। বগুড়া সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সোলায়মান আলীর সভাপতিত্বে ও বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নামুজা ইউপি চেয়ারম্যান এস এম রাসেল মামুনের পরিচালনায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সদর উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তার, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির আহবায়ক সহিদুল ইসলাম সরকার, যুগ্ম আহবায়ক মানিক, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ নয়ন, গোকুল ইউনিয়ন বিএনপির আহবায়ক ফেরদৌস আলম পিলু, যুগ্ম আহবায়ক আইয়ুব খান, বিএনপি নেতা আসাদুল হক টুকু, শফিকুল ইসলাম শফিক, হাজেরা বেগম, শাখারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল আলম মন্ডল, যুগ্ম আহবায়ক হাসান জাহিদ হেলাল, আব্দুল হান্নান মাষ্টার, এরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হারুন অর রশিদ (হারুন), লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাফতুন আহমেদ, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, ফাঁপোর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ¦ রেজাউল হক ঠান্ডু, সাধারণ সম্পাদক এনামুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, নুনগোলা ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল মান্নান পান্না, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মিন্টু, আব্দুর রশিদ বজলু, শাহজাহান, শাহ আলম জনি, শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক রকিব, বিএনপি পাগল আদু ভাই, নামুজা ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল বাছেদ, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোফাজ্জল হোসেন মানিক, বিএনপি নেতা আলো, শাহীনুর ইসলাম টম্পি,আলহাজ্ব মোজাফ্ফ হোসেন, আল আমিন পেস্তা, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েদুল কবির সাজু, ছাত্রদল নেতা সরকার সিফাত, বিপ্লব, আল আমীন, লিছান, আকিব প্রমুখ।

জানুয়ারী, ১১, ২০২১ at ১৮:৫৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআইএস/এমএমআর