অভিযানে ৩ মাদক সেবীর জেল-জরিমানা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের অপরাধে তিন জনকে ৩ মাসের জেল ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১০জানুয়ারি) বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর গড়-মহাস্থান পাথরপট্রি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় তাদের আটক করে জেল জরিমানা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত ৩ মাদকসেবীরা হলেন, গড়-মহাস্থান এলাকার আব্দুল গফুরের পুত্র আব্দুর রশিদ (৪৫), আলতাফ হোসেনের পুত্র জামাল উদ্দিন (২৮), মহাস্থান দক্ষিণপাড়া গ্রামের ওসমানের পুত্র ছলিম উদ্দিন (৬০)।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গড়-মহাস্থান পাথরপট্রি এলাকায় প্রতœতাত্ত্বি’র পরিত্যক্ত বাড়ীতে বেশ কয়েকজন মাদক বিক্রেতা ও সেবনকারী দলবদ্ধ হয়ে ইয়াবা মাদকের আসর জমিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। সেখানে ৩জনকে মাদক সহ আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ৩ আসামীকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় জেল জরিমানা করা হয়।

জানুয়ারী, ১০, ২০২১ at ২০:২৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএমআর/এমএমআর