শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২সালের এই দিনে তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এর আগে ৮ জানুয়ারি পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগাওে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন তিনি। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লি হয়ে ঢাকা ফেরেন বঙ্গবন্ধু। দিবসটি পালন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, পুস্পস্তবক অর্পন, কেন্দ্রীয় মসজিদে দোয়া খায়ের ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের ব্যক্তিগত কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচী গুলোতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর মেয়র ও আওয়ামীলীগ মনোনিত প্রার্থী তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল আলম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ, পৌর আওয়ামীলীগ আওয়ামী সভাপতি আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক শামছুল মোল্লা, উপজেলা কৃষক লীগ নেতা সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা বকুল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সিনিয়র সহ-সভাপতি সোহেল আক্তার মিঠু, কাউন্সিলর সাইফুল ইসলাম প্রমুখ।

জানুয়ারী, ১০, ২০২১ at ১৯:৪৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএমআর/এমএমআর